ইতিহাস :
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পরিচিতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন প্রচীনতম প্রতিষ্ঠান বাংলাদশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ। ১৯৫৬ সালের ২ জানুয়ারি এ প্রতিষ্ঠানের জন্ম। ২০২০ সালে প্রতিষ্ঠানটি গৌরবের ৬৪ বছর অতিক্রম করেছে। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে গঠিত প্রাচীন এই প্রতিষ্ঠানের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। সমাজকল্যাণমূলক কার্যক্রমে জাতীয় চাহিদা পূরণের লক্ষ্যে ১৯৫৬ সালে তৎকালীন কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার কর্তৃক একটি রেজুল্যুশনের মাধ্যমে গঠিত হয়েছিল জাতীয় সমাজকল্যাণ পরিষদ। পরবর্তীতে প্রাদেশিক পূর্ব পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তান সমাজকল্যাণ পরিষদ গঠন করে । বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে সমাজকল্যাণমূলক কার্যক্রম, অনুদান কর্মসূচি, স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানকে সহায়তা, জরিপ, গবেষণা ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে এ প্রতিষ্ঠানের জন্ম হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাসনামলে ১৯৭২ সালে রেজুল্যুশন পরিবর্তনের মাধ্যমে এ প্রতিষ্ঠানের নামকরণ করা হয় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ। যুদ্ধোত্তর দেশে উদ্ভুত বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনের লক্ষ্যে এ প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজকল্যাণমূলক কার্যক্রমের পরিধি বৃদ্ধির লক্ষ্যে পরবর্তীতে বিভিন্ন সময়ে এ রেজুল্যুশন সংশোধন করা হয়েছে। ২৯ এপ্রিল,২০১৯ খ্রিস্টাব্দে মহান জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন-২০১৯ পাশ হয়েছে। এ আইন অনুযায়ী বিধিমালা তৈরি করে প্রশাসনিক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। চাকুরিবিধি তৈরির কাজ চলমান আছে। আশা করা যায়, খুব শীঘ্রই বিধিমালা,চাকুরি বিধিমালা তৈরি, অনুমোদন ও প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন-২০১৯ পুরোপুরি কার্যকর হবে। বাংলাদশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ পরিচালনা বোর্ডের বর্তমান সদস্য সংখ্যা ৮৪ জন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী পরিচালনা বোর্ডের সভাপতি, মাননীয় প্রতিমন্ত্রী পরিচালনা বোর্ডের সহসভাপতি । সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নেতৃত্বে পরিষদের সিদ্ধান্ত ও কার্যক্রম বাস্তবায়নের জন্য ১৯ সদস্য বিশিষ্ট একটি নির্বাহী কমিটি রয়েছে। পরিষদ পরিচালনা বোর্ড ও নির্বাহী কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন বাংলাদশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব। পরিষদের লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশের সকল জেলায় ‘জেলা সমাজকল্যাণ কমিটি’ এবং উপজেলায় ‘উপজেলা সমাজকল্যাণ কমিটি’ রয়েছে। তিনটি পার্বত্য জেলা ব্যতীত জেলা সমাজকল্যাণ কমিটির সভাপতি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক ও সদস্য সচিব জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক। রাংগামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলাসমূহে সমাজকল্যাণ পরিষদের সভাপতি সংশ্লিষ্ট পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান। পার্বত্যজেলাসমূহে জেলা সমাজকল্যাণ কমিটির সদস্য সচিব অন্যান্য জেলার ন্যায় উপপরিচালক, সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়। উপজেলা সমাজকল্যাণ কমিটির সভাপতি সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সদস্য সচিব সংশ্লিষ্ট উপজেলার উপজেলা সমাজসেবা কর্মকর্তা। মাঠ পর্যায়ে পরিষদের নিজস্ব কোন কার্যালয় ও জনবল না থাকায় সমাজসেবা অধিদফতরের অধীন জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে পরিষদের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন করে থাকে।